ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

মার্টেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
 মার্টেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম ছবি: সংগৃহীত

ড্রেইস মার্টেন্সের গোলে অবশেষে পানামা জট খুললো বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে তার গোলেই ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপোর শক্তিশালী দলটি।

 

এর আগে রাশিয়া বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় বেলজিয়াম ও পানামা। সোচিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে দু’দল।

বেলজিয়াম বিশ্বকাপে কুলিন দেশ হলেও উত্তর আমেরিকা অঞ্চলের দেশ পানামার এটিই প্রথম আসর।

আর এই নবাগত দেশটিই ইউরোপের দ্য রেড ডেভিলস খ্যাত শক্তিশালী দল বেলজিয়ামকে ম্যাচের প্রথমার্ধ রুখে দেয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দু’দলের শুরুর একাদশ:

বেলজিয়াম একাদশ:
থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ইয়ান ভেট্রোনঘেন, অ্যালেক্স উইটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের, দ্রেদ্রিক বয়োতা।

পানামা একাদশ:
হাইমে পেনেদো, মাইকেল মুরিইয়ো, ফিদেল এসকোবার, রোমান তোরেস, গাব্রিয়েল গোমেস, ব্লাস পেরেস, এদগার বারসেনাস, আরমান্দো কুপার, এরিক দাভিস, আনিবাল গদোই, হোসে লুইস রদ্রিগেস।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ১৮ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ