ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

মেসিকে নয়, সাম্পাওলিকে দুষছেন ম্যারাডোনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
মেসিকে নয়, সাম্পাওলিকে দুষছেন ম্যারাডোনা ম্যারাডোনা

বিশ্বকাপে গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ায় মেসির মুণ্ডুপাত করছেন অনেকেই। তবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তার এক সময়ের শিষ্যের দোষ খুঁজতে নারাজ।

লিওনেল মেসি তার সাধ্যের সবটুকু দিয়েই আর্জেন্টিনাকে জয়ের বন্দরে নেওয়ার চেষ্টা করেছিলেন বলেই মনে করেন ম্যারাডোনা।  

এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি খেলোয়াড়দের দোষ দেব না।

তাদের নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, সেটাকে দোষ দিতে পারি। খেলোয়াড়দের দোষ নেই। মেসির তো আরও নয়। সে তার সবটুকু মাঠে দিয়েছে। ’

মেসির পেনাল্টি মিস নিয়ে ম্যারাডোনা আরও বলেন, ‘আমিও টানা পাঁচটি পেনাল্টি মিস করেছি। তারপরও আমি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা হয়েছি। আমি মনে করি না, তারা মেসির এই পেনাল্টি মিসের কারণে দুই পয়েন্ট খুইয়েছে। ’

মেসির প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও ম্যারাডোনা সমালোচনা করেছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির। আগাম হুমকি দিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘এভাবে খেললে আর্জেন্টিনায় ফিরতে পারবেন না। এটা খুবই অপমানজনক ফল। আইসল্যান্ডের খেলোয়াড়রা সব ১.৯ মিটারের মতো লম্বা জেনেও সেভাবে দলকে প্রস্তুত করা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ