ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

‘আর্জেন্টিনার চেয়েও ভয়ঙ্কর দল আইসল্যান্ড’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
‘আর্জেন্টিনার চেয়েও ভয়ঙ্কর দল আইসল্যান্ড’ গার্বা লয়েল। ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে ভালো শুরু হয়নি নাইজেরিয়ার। ক্রোয়েশিয়ার বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আফ্রিকান ঈগলদের। সামনেই আছে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ। যারা কিনা আর্জেন্টিনার মতো দলকে আটকে দিয়ে ড্র করেছে। যদিও ‘ডি’ গ্রুপে সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছিলো এই নবাগত দলটিকেই।

আর্জেন্টিনাকে রুখে দিয়ে আইসল্যান্ড যে চমক দেখিয়েছে, তাতে নাইজেরিয়াকে সতর্ক থাকতে বলেছেন সুপার ঈগলদের সাবেক খেলোয়াড় গার্বা লয়েল। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনার বিপক্ষে ১-১ ড্র করা আইসল্যান্ডকে বেশ সমীহই করছেন এই সাবেক ফুটবলার।

লয়েল বলেন, ‘আমি আর্জেন্টিনার বিপক্ষে যে আইসল্যান্ডকে দেখলাম, তারা খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক দল। আমার মনে হয় না তারা কাউকে ছাড় দেবে। তারা নিশ্ছিদ্র একটি ম্যাচ খেলেছে। সুপার ঈগলদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। ’

লয়েল মনে করছেন, আইসল্যান্ড এতটাই ভালো খেলেছেন, ভাগ্য সহায় থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি জিততেও পারতো তারা। ‘আমরা দেখেছি তারা আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে খেলেছে। যদি তারা দুর্ভাগা না হতো, তবে এই ম্যাচটি জিততেও পারতো। আমার কাছে আর্জেন্টিনার থেকেও তারা বেশি ভয়ঙ্কর। ’

নাইজেরিয়ার সাবেক এই ফুটবলার নিজের দলকে সাবধান করে দিয়ে বলেন, ‘যদি ইতিবাচক ফল পেতে হয়, তবে নিশ্ছিদ্র রক্ষণের আইসল্যান্ডের বিপক্ষে ঈগলদের সেরা লড়াই করতে হবে। আর্জেন্টিনা আমাদের হালকাভাবে নিতে পারে, আইসল্যান্ড সে ভুল করবে না। এবারই তারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে। আমি নিশ্চিত তারা নিজেদের প্রমাণ করতে চাইবে। ’

আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার ম্যাচ হবে আগামী ২২ জুন। এরপর ২৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে তারা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮

এমকেএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ