ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

জার্মানি অবশ্যই বাকি সব ম্যাচ জিতবে: মুলার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
জার্মানি অবশ্যই বাকি সব ম্যাচ জিতবে: মুলার ...

গ্রুপপর্বের বাকি সবগুলো ম্যাচ জার্মানিই জিতবে বলে জোর আশা প্রকাশ করলেন দলের অন্যতম স্ট্রাইকার টমাস মুলার।

রোববার রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নান্দনিক লাতিন ফুটবলের কাছে হারে ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি জার্মানি। দারুণ আক্রমণাত্মক খেলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১ গোলে হারায় মেক্সিকো।

এতে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধরনের হোঁচট খেয়েছে জার্মানরা। আর্জেন্টিনা, ব্রাজিলের মতো অন্য দুই বড় দল প্রথম ম্যাচে ধাক্কা খেলেও ড্র করে শেষ রক্ষা করেছে।

এই হারের পর অতীত হাতড়াচ্ছেন জার্মান খেলোয়াড়-সমর্থকরা।

দলের ফরোয়ার্ড মুলারের সাফ কথা, আমরা প্রতিপক্ষের জন্য অনেক বেশি জায়গা ছেড়েছি। আমাদেরও একই সমস্যা ছিল। আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলেছি এবং চেষ্টা করেছি সমস্যার সমাধান করতে। কিন্তু সবাই দেখেছে আমরা তাতে ব্যর্থ হয়েছি। এখন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জয় ছাড়া অন্যকিছুর সুযোগ নেই।

গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের লড়তে হবে সুইডেন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মুলারের কথার প্রমাণ মিলবে ২৭ জুনের পর।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ