ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

জার্মানি খুব বাজে খেলেছে: কোচ লো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
জার্মানি খুব বাজে খেলেছে: কোচ লো জার্মানি কোচ জোয়াকিম লো

ঢাকা: প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি খুব বাজে খেলেছে বলে মন্তব্য করেছেন দলটির কোচ জোয়াকিম লো।

রোববার (১৭ জুন) রাতে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে মেক্সিকো।

জার্মান কোচ লো বলেন, খেলার প্রথমার্ধে বাজে খেলার মূল্য দিতে হয়েছে মেক্সিকোর সঙ্গে ১-০ তে হেরে। ম্যাচের প্রথমার্ধেই নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে জার্মান শিবিরে একের পর এক পাল্টা আঘাত হানে মেক্সিকানরা।

ম্যাচের ৩৫তম মিনিটে মেক্সিকান স্ট্রাইকার হারভিং লোজানোর গোল প্রথম ম্যাচে জার্মানির হারের পেরেক পুঁতে দেয়। ৩৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম ম্যাচে হারের তিলক এঁটে যায় জার্মানি কপালে।

এরপর গোল পরিশোধে মরিয়া হয়েও মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার জালের নিশানা খুঁজে পাননি জার্মান খেলোয়াড়রা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধেও মেক্সিকোর রক্ষণভাগ ভেধ করতে না পেরে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন জোয়াকিম লো’র শিষ্যরা।

জার্মান কোচ বলেন, প্রথমার্ধে আমরা খুব বাজেভাগে খেলেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। আমাদের আক্রমণ ও পাসগুলো কার্যকর ছিলো না। দ্বিতীয়ার্ধে আমরা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। কিন্তু ডিফেনসিভ হয়ে যায়।

জোয়াকিম লো আরও বলেন, মেক্সিকোর গোল পোস্টে আমাদের বেশ কয়েকটা ভালো শর্ট ছিলো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, বল ভিতরে যায়নি।  

প্রথম ম্যাচের পরাজয়কে পেছনে ফেলে আগামী ২৩ জুন সুইডেনের সঙ্গে খেলায় জার্মান খেলোয়াড়রা দারুণ করবে বলে আশা করেন লো।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad