ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে হেক্সা মিশন শুরু ব্রাজিলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
সুইজারল্যান্ডের বিপক্ষে হেক্সা মিশন শুরু ব্রাজিলের ...

সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে ‘হেক্সা’ (৬ষ্ঠ শিরোপা) মিশনে প্রথম একাদশেই নেমেছেন দলের প্রধান খেলোয়াড় নেইমার। 

অন্যদিকে সুইস কোচ পেত্রোভিচ ভ্লাদিমির দলে রেখেছেন তার প্রধান তারকা জর্ডান শাকিরিকে।

রোববার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তভ অ্যারেনায় ম্যাচটি শুরু হয়।

 

ব্রাজিলের একাদশ:
আলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস।

সুইজারল্যান্ডের একাদশ
ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ