ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

দুর্দান্ত খেলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
দুর্দান্ত খেলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো মেক্সিকো এগিয়ে। ছবি: সংগৃহীত

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে স্বপ্নের মতো প্রথমার্ধ কাটিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো। ম্যাচে শুরু থেকেই জার্মানদের ওপর চড়াও হয়ে খেলা মেক্সিকো কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ৩৬ মিনিটে। 

মেক্সিকোর গতিময় পাল্টা আক্রমণে তছনছ হয়ে যায় জর্মানদের ডিফেন্স। মাঠের বাম প্রান্তে বল পেয়ে হারভিন লোজানো বক্সের ভিতর ঢুকে পড়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন।

জার্মানির বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে মেক্সিকো। ম্যাচের প্রথুম মিনিটেই গোলের সুযোগ পায় মেক্সিকো। লোজানোর শট ডি বক্সের ভেতরেই আটকে ফেলেন জার্মান ডিফেন্ডার বোয়াটেং। ৩ মিনিটে ডান পাশ থেকে ভেরনারের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ১০ মিনিটে হেরেরার দূরপাল্লার দুর্বল শট সহজেই রুখে দেন নয়্যার।

দু দলেই আক্রমণাত্মক কৌশলেই এগোতে থাকে। ম্যাচও জমে ওঠে বেশ। জার্মানিও একাধিকবার গোলবারে আক্রমণ করে, তবে সফল হতে পারেনি। ২২ মিনিটে টনি ক্রুসের ডি বক্সের বাইরে থেকে শট সহজেই রুখে দেন ওচোয়া। ৩৫ মিনিটেই জার্মান রক্ষণভাগ ভেঙে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে দর্শনীয় এক গোল করেন লোজানো।

৩৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি টনি ক্রুস। ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা যায়নি দল দুটি।

লোজানোর একমাত্র গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি-মেক্সিকো।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, জুন ১৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad