ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

কোলারভের গোলে এগিয়ে সার্বিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
কোলারভের গোলে এগিয়ে সার্বিয়া আলেক্সান্দর কোলারভ

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেলো কোস্টারিকা-সার্বিয়া ম্যাচে। খেলার ৫৬ মিনিটে আলেক্সান্দর কোলারভ ফ্রি-কিক থেকে গোল করে সার্বিয়াকে এগিয়ে নেন।

রোববার (১৭ জুন) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া কোস্টারিকা-সার্বিয়ার ম্যাচে প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্রতেও শেষ হয়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় সার্বিয়া।

ম্যাচের ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে দলকে সাফল্য এনে দেন আলেক্সান্দর কোলারভ।

'ই' গ্রুপের সবচেয়ে দুর্বল দুই দলের ম্যাচ চলছে সামারা এরিনা স্টেডিয়ামে। এই গ্রুপের বাকী দুই দলও ব্রাজিল ও সুইজারল্যান্ডও তাদের ২১তম বিশ্বকাপ আসর শুরু করবে রোববার।

২০১৪ বিশ্বকাপে বেশ চমকে দিয়েছিলো কোস্টারিকা। সবাইকে অবাক করে দিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। তবে সেবার বিশ্বকাপের মূল পর্বে আসতে পারেনি সার্বিয়া। ২০১০ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা দলটি বাদ পড়েছিল গ্রুপপর্ব থেকেই।

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে চিলির কাছেও হেরে যায় ১-০ গোলে। তবে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সার্বিয়া। কোস্টারিকা নর্দার্ন আইল্যান্ডকে হারালেও ইংল্যান্ড এবং বেলজিয়ামের কাছে হেরেই বিশ্বকাপে পা রেখেছে তারা।

কোস্টারিকা একাদশ:  কেইলর নাভাস, জনি আকোস্তা, গিয়ানকার্লো গনসালেস, অস্কার দুয়ার্তে, ক্রিস্তিয়ান গামবুয়া, সেলসো বোর্হেস, দাভিদ গুসমান, ফ্রান্সিসকো কালভো, ব্রায়ান রুইস, ইয়োহান ভেনেগাস, মার্কো ইউরেনা

সার্বিয়া একাদশ:  ভ্লাদিমির স্তোয়কোভিচ, ব্রানিস্লাভ ইভানোভিচ, নিকোলা মিলেনকোভিচ, দুসকো তোসিচ, আলেকসান্দর কোলারভ, লুকা মিলিভোয়েভিচ, নেমানিয়া মাতিচ, সের্গেই মিলিনকোভিচ-সাভিচ, দুসান তাদিচ, আলেকসান্দর মিত্রোভিচ, আদেম লিয়াইয়িচ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ