ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানি বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানি।

বিশ্বকাপে অলটাইম ফেভারিট টিম জার্মানি। এবারও ফেভারিটের তকমা নিয়েই রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে নামছে মেসুত ওজিল-টমাস মুলারের দল। মুখোমুখি লড়াই পরিসংখ্যানে জার্মানরা অনেক এগিয়ে থাকলেও লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর তারকাসমৃদ্ধ লাইনআপ ছাড় দেবে না মোটেও।

তবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাত ৯টায় লড়াই শুরুর আগেই লড়াইটা জমিয়ে দিয়েছে জার্মান বাঘ ফেডর। বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানি২০১৮ বিশ্বকাপের নতুন এই ভবিষ্যদ্বক্তা বলছে রাতের দ্বৈরথে জিতবে চারবারের বিশ্বকাপজয়ী জার্মানিই।

২০১০ সালে দেশটির অক্টোপাস ‘পল’ অব্যর্থ ভবিষ্যদ্বাণী করে আলোড়ন ফেলে দিয়েছিলো গোটা বিশ্বে। বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানিএবার জার্মানির মুয়েনস্টার চিড়িয়াখানায় থাকা বাঘ ফেডরের সামনে রাখা হচ্ছে দুই দেশের পতাকা ও ফুটবলের ছবি সাঁটানো তিনটি কাগজের বক্স। প্রতিটি বক্সে থাকে কাঁচা মাংস। দুই দেশের পতাকা সাঁটানো দু’টি বক্স দুই দেশের প্রতিনিধিত্ব করছে। আর ফুটবলের ছবি সাঁটানো বক্স মানে ম্যাচ ড্র’র প্রতীক। বাঘ 'ফেডর' বলছে জিতবে জার্মানিশুক্রবার ফেডরের সামনে তিন বক্স দিলে সে বেছে নেয় জার্মানির পতাকা অঙ্কিত বক্সটিই। মানে নিজেদের প্রথম ম্যাচে জিতবে জার্মানি! অন্তত ফেডরের ভবিষ্যদ্বাণী তাই বলছে। ম্যাচের ফল আদতে কি হবে কিংবা ফেডর আরেকজন পল হয়ে উঠতে পারবে কিনা সেটা বোঝা যাবে রাত ৯টায় ম্যাচের ফলাফলের পর।

আপাতত প্রথম রাউন্ডের ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণী করবে ফেডর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ