ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সালাহ পুরোপুরি ফিট, নামছেন রাশিয়ার বিপক্ষে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
সালাহ পুরোপুরি ফিট, নামছেন রাশিয়ার বিপক্ষে সালাহ ভক্তদের এ দৃশ্য হয়তো আর দেখতে হবে না, রাশিয়ার বিপক্ষে ম্যাচেই ফিরছেন এ ফরোয়ার্ড

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামার জন্য মোহামেদ সালাহ পুরোপুরি ফিট বলে জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আগামী মঙ্গলবার (১৯ জুন) স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে বলে জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল অধিনায়ক রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে কাঁধে চোট পান লিভারপুল ফরোয়ার্ড সালাহ। ইনজুরিতে অনিশ্চিত হয়ে পড়ে তার বিশ্বকাপ মিশন।

তবে দ্রুত উন্নতি করতে থাকায় বিশ্বকাপের শুরু থেকেই সালাহর মাঠে উপস্থিতির সম্ভাবনা তৈরি।

যদিও উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সালাহকে নিয়ে ‘ঝুঁকি’ নিতে চাননি কোচ হেক্টর কুপার। তাই জন্মদিনে ডাগআউটে বসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো দলের পরাজয় দেখতে হয় মিশরীয় এ তারকাকে।

এদিকে মিশরের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে ফিরবেন মিডফিল্ডার তারেক হামিদ। সেন্ট পিতার্সবার্গে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্যাক ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এক্স-রে রিপোর্ট ভালো হওয়ায় রাশিয়ার বিপক্ষে তাকেও মাঠে দেখা যাবে।

গত শুক্রবার (১৫ জুন) উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ২৭ বছর পর ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’-এ সুযোগ পাওয়া মোহামেদ সালাহ’র মিশর।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ