ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে নাইজেরিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
প্রথমার্ধে নাইজেরিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে ক্রোয়েশিয়া ছবি: সংগৃহীত

লুকা মদ্রিচের কর্নার থেকে বল পেয়ে মানজুকিচের হেড এতোবুর গায়ে লেগে ব্যাক পোস্ট থেকে নাইজেরিয়ার গোলে ঢুকে যায়। ৩২ মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধ শেষে স্কোরকার্ড দাঁড়ায় ১-০ গোল। এনিয়েই বিরতিতে যায় দু’দল।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া ও ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া।

গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে কালিনিনগ্রাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১৬ জুন) রাত ১টায় মাঠে নামে এই দুই দল।

ক্রোয়েশিয়ার দলটিতে আছেন ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার মহাতারকা লুকা মদরিচ, ইভান রাকিতিচদের মতো তারকা। নাইজেরিয়া দলেও আছেন জন অবি মিকেল, ভিক্তর মোজেসের মতো তারকা।

ক্রোয়েশিয়া একাদশ
দানিয়েল সুবাসিচ, ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, আন্দ্রেস ক্রামারিচ, লুকা মদ্রিচ,  মারিও মান্দজুকিচ,  আন্তে রেবিচ,  ভিদা।
 
নাইজেরিয়া একাদশ
ফ্রান্সিস উজোহো,  ব্রায়ান ইদোউয়ু, উইলফ্রেড এনদি, একং, লিওন বালোগুন, ওগহেনেকারো ইতেবো, ওদিওন ইগহালো, জন অবি মিকেল, ভিক্তর মোজেস, আবদুল্লাহ শেহু, আলেক্স ইয়োবি।

বাংলাদেশ সময়: ১৫২ ঘন্টা, জুন ১৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ