ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ইরান-মরক্কোর একাদশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
ইরান-মরক্কোর একাদশ সংগৃহীত ছবি

‘বি’ গ্রুপের শক্তিশালী স্পেন-পর্তুগালের তুলনায় ইরান-মরক্কোকে কিছুটা দুর্বলই বলা যায়। ইউরোপের দুই ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে ওঠা দল দুটির বেশ কঠিনই হবে। সেই অঘটনের প্রত্যাশায় শুক্রবার রাতে মাঠে নামছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং আফ্রিকা অঞ্চলের দেশ মরক্কো।

২০ বছর পর মরক্কো এসেছে বিশ্বকাপের আসরে। অন্যদিকে পঞ্চমবারের মতো এসেছে ইরান।

গেলো বিশ্বকাপেও খেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি।  

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত রয়েছে মরক্কো। চলতি বিশ্বকাপে তাদের চেয়ে এই সফলতার এগিয়ে রয়েছে কেবল বেলজিয়াম এবং স্পেন। বেলজিয়াম ১৯ এবং স্পেন ২০ ম্যাচ অপরাজিত।

অপরদিকে ইরানের রেকর্ড মোটেই ভালো নয় মরক্কোর সামনে। বিশ্বকাপের আগের ৪ আসরে অংশ নিয়ে ১২ ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে ইরান। সেটিও প্রায় ২০ বছর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে।

শুক্রবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় সেন্ট পিটাসবার্গ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ইরানের একাদশ:
আলিরেজা বাইরানবন্দ, হাজি সাফি, মোর্তেজা পৌরালিগানজি, রুজবেহ চেশমি, মাসুদ শোজায়ি, কারিম আনসারিফার্দ, এহসান হাজসাফি, ওমিদ ইব্রাহিমি, বাহিদ আমিরি, সারদার আজমুন, আলিরেজা জাহানবক্স।

কোচ: কার্লোস কুইরোজ

মরক্কোর একাদশ: 
মুনির এল কাজুয়ি, হামজা মেনদিল, রোমাঁ সাইস, মেহদী বেনাতিয়া,  আশরাফ হাকিমি, হাকিম জিয়েশ, মোবারাক বুসুফা, ইউনেস বেলহান্দা, কারিম এল আহমাদি, নূরদিন আমরাবাত, খালিদ বুতাইব।

কোচ: রেনার্দ হার্ভে

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ