ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

জন্মদিনে সাইড বেঞ্চে সালাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জন্মদিনে সাইড বেঞ্চে সালাহ মোহামেদ সালাহ

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করছে ২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশর। স্বপপূরণের ম্যাচটি ঘটছে আবার বিশ্বকাপে মিশরকে তুলে আনায় যার অবদান সবচেয়ে বেশি তারই জন্মদিনের দিনে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করছে ২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশর। স্বপপূরণের ম্যাচটি ঘটছে আবার বিশ্বকাপে মিশরকে তুলে আনায় যার অবদান সবচেয়ে বেশি তারই জন্মদিনের দিনে।

 

বলছিলাম মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহ কথা। ২৬ বছর পূর্ণ করলেন লিভারপুলের এই ফরোয়ার্ড।  

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের একদিন আগে সালাহর একাদশে থাকার কথা নিশ্চিত করেছিলেন মিশরের কোচ হেক্টর কুপার। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। প্রথমে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে তাকে নিয়েই দল ঘোষণা করে মিশর।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ