ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্যাপক কারচুপির অভিযোগ আরিফুলের, ফের ভোটের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ব্যাপক কারচুপির অভিযোগ আরিফুলের, ফের ভোটের দাবি

সিলেট: ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, এই প্রহসনের নির্বাচন মানি না। এই নির্বাচনে জয়ী হলেও আমি মানি না। এ নির্বাচন বাতিল করে আমি আবারো ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।

সোমবার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  ছিলেন।

এদিকে ৫২টি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে উল্লেখ করে সিসিকের বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী দুপুর ২টার দিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ।

এর আগে সকাল ৮টা থেকে তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু। ব্যাপক ব্যালট ছিনতাই-জাল ভোটের অভিযোগ করেন তিন সিটির মেয়রপ্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ