ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। ছবি: বাংলানিউজ

আগরতরলা: স্বাধীন ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও ত্রিপুরা রাজ্যের ক্ষুদ্রনৃগোষ্ঠীর মানুষের স্বীকৃত যুবরাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বর্তমানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কার্যকরী সভাপতির দায়িত্বে রয়েছেন।

এরপরও তাকে ঘিরে জল্পনার শেষ নেই। প্রায়ই রাজ্যে খবর ছড়িয়ে পড়ে, তিনি কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।

২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রদ্যুৎ এমন গুজব রাজ্য রাজনীতিতে রটলেও তিনি কংগ্রেস ছেড়ে যাননি।  

এবার ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বানকে সামনে রেখে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। অন্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রতিটি দলও নিজেদের মতো করে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তাই আবার নতুন করে প্রদ্যুৎ কিশোরের রাজনৈতিক দল পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।  

ত্রিপুরার দু’টি লোকসভা আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রদ্যুৎ কিশোরকে প্রার্থী করবে এমন খবরও রাজনীতির মাঠে বয়ে বেড়াচ্ছে।  

বিষয়টি নিশ্চিত হতে বাংলানিউজের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে যোগাযোগ হয় শনিবার (৪ আগস্ট)।

তিনি ফোনে জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। আগে থেকে কংগ্রেস দলে ছিলেন, এখনও রয়েছেন এবং আগামী দিনেও এই দলেই থাকবেন।
 
তিনি অভিযোগ করে জানান, দলত্যাগ বিষয়ক গুজবটি পরিকল্পিত ভাবে রটানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।