[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

ত্রিপুরায় গাঁজাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ১২:৪৭:০৯ পিএম
জব্দ হওয়া ড্রামভর্তি গাঁজা ছবি: বাংলানিউজ

জব্দ হওয়া ড্রামভর্তি গাঁজা ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলার সিপাহীজলা থেকে ৫৬৯ কেজি গাঁজাসহ আব্দুল রহিম নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মেলাঘর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপম দাস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জুলাই) দিনগত রাতে মেলাঘর থানাধীন বাংলাদেশ সীমান্তবর্তী ইন্দিরানগর এলাকার বাসিন্দা আব্দুল রহিমের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গাঁজাভর্তি ১৪টি ড্রাম ও ছোট দু’টি ড্রাম গাঁজা জব্দ হয়। পরে জব্দ হওয়া গাঁজাসহ আব্দুল রহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি অনুপম দাস।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa