ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় সাংবাদিক খুনের তদন্ত শুরু করলো সিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
ত্রিপুরায় সাংবাদিক খুনের তদন্ত শুরু করলো সিবিআই .

আগরতলা: অবশেষে ত্রিপুরা রাজ্যের দুই সাংবাদিক হত্যার তদন্ত শুরু করলো ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

ইতোমধ্যে সিবিআই'র কলকাতা কার্যালয়ে দুটি আলাদা-আলাদা মামলা গ্রহণ করেছে। সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে ডেপুটি এস পি সি আর দাসকে এবং সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুনের ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই'র পরিদর্শক কৌশিক দাসকে।

 

এ দুই সাংবাদিক খুনের পর থেকে সিবিআই তদন্ত'র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল ত্রিপুরা রাজ্যের ১১টি সাংবাদিক সংগঠন। এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রেসক্লাবের কনভেনার প্রণব সরকার।  

সোমবার (২ জুলাই) ত্রিপুরা প্রেসক্লাবের কনভেনার প্রণব সরকার বাংলানিউজকে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাকে জানিয়েছেন সিবিআই তদন্ত শুরু করেছে।  

সাংবাদিক হত্যার তদন্তভার সিবিআইকে দিয়ে করানো হবে বলে রাজ্যের প্রধানরা প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। তারা তা বাস্তবায়ন করেছেন বলেও জানান প্রণব।    

নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক'র স্ত্রী সীমা দত্ত ভৌমিক বাংলানিউজকে জানান, সিবিআই তদন্ত শুরু করেছে শুনে ভালো লাগছে। তবে যেদিন শুনতে পারবো খুনিরা শাস্তি পেয়েছে সেদিন মনে শান্তি আসবে।

এদিকে নিহত সাংবাদিক শান্তনু ভৌমিক'র মা কল্পনা ভৌমিক বাংলানিউজকে বলেন, শুনেছি সিবিআই তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।