ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
ত্রিপুরায় ৩ নাইজেরিয়ান নাগরিক আটক আটক তিন নাজেরিয়ান নাগরিক

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার সোনাতলা এলাকা থেকে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুন) তাদের আটক করা হয়। 

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার বাংলানিউজকে জানান, সোনাতলা এলাকায় ওই তিন জন বিদেশিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিদেশিদের জিজ্ঞাসাবাদ করে।

এ সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের থানায় নিয়ে আসা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনীয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নাইজেরিয়ান পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এসসিএন/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।