ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় আইপিএফটির সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ত্রিপুরায় আইপিএফটির সড়ক অবরোধ সড়ক অবরোধত্রিপুরায় আইপিএফটির সড়ক অবরোধ, ছবি: বাংলানিউজ

আগরতলা: রাজ্যের পশ্চিম জেলা অন্তর্গত লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রুইপ্রার (আইপিএফটি)।

সোমবার (১১ জুন) দুপুরে আগরতলা খোয়াই জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করে যুব আইপিএফটির নেতা-কর্মীরা। এতে সড়কের উভয়পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় আন্দোলনকারীরা লেফুঙ্গা ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেন।

যুব আইপিএফটির সহ-সাধারণ সম্পাদক এসকে দেববর্মা বলেন, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত দশটি পঞ্চায়েতের মধ্যে সাতটিতেই বিজেপির শরিক দল আইপিএফটি ক্ষমতায় রয়েছে। তারপরও ব্লক চেয়ারম্যানের পদটি আইপিএফটিকে দেওয়া হচ্ছে না। তাই এ আন্দোলন।

যতক্ষণ পর্যন্ত এ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান এসকে দেববর্মা।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad