[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৬ আষাঢ় ১৪২৫, ১৯ জুন ২০১৮

bangla news

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-০৯ ৩:৪৩:১১ পিএম
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর শহরে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন।

শনিবার (৯ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিলীপ (৪১) ও তার স্ত্রী শুভা দাস (৩৬)। তাদের বাড়ি উদয়পুরের জামজুরী এলাকায়।

দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন আর কে পুর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ প্রতিম পাল।

তিনি জানান, সকালে ওই দম্পতি মোটরসাইকেলে করে সুকান্তপল্লী এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মিনিট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শুভাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভার স্বামী দিলীপের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলার তদন্ত শুরু হচ্ছে বলেও জানান ওসি পার্থ প্রতিম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa