ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

স্কুল পরিদর্শন করে সমস্যার কথা শুনলেন বিধায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ৮, ২০১৮
স্কুল পরিদর্শন করে সমস্যার কথা শুনলেন বিধায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার লুখু দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শন করেছেন বিধায়ক প্রমোদ রিয়াং।

শুক্রবার (০৮ জুন) শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজে অবস্থিত লুখু স্কুলে শিক্ষার গুণগত মানসহ পরিকাঠামোগত বিভিন্ন দিক দেখার জন্য পরিদর্শনে যান তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন-শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, বগাফা পঞ্চায়েত সমিতির বিএসসি এর চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ।

তারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে শিক্ষার গুণগত মান যাচাই করেন। পাশাপাশি স্কুলের মধ্যাহ্ন ভোজের জন্য রান্না করা খাবারের গুণগত মান যাচাই করেন। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন।  

পরিদর্শন শেষে বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান, স্কুলে কিছু সমস্যা রয়েছে, তা সমাধানের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।