ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ‘বাম কর্মীদের ওপর হামলা’ না থামলে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ৬, ২০১৮
ত্রিপুরায় ‘বাম কর্মীদের ওপর হামলা’ না থামলে আন্দোলন সংবাদ সম্মেলনে ডিওয়াইএফআই'র কেন্দ্রীয় সম্পাদক অভয় মুখার্জি। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারে আসার পর থেকে বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) কেন্দ্রীয় সম্পাদক অভয় মুখার্জি।

বুধবার (৬ জুন) দুপুরে আগরতলায় ডিওয়াইএফআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

অভয় মুখার্জি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের তিন কর্মীকে খুন করা হয়েছে।

পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক কর্মী বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে এ সব হামলা বন্ধ করতে হবে। যদি কর্মীদের ওপর হামলা বন্ধ না করা হয় তবে সারা ভারতে আন্দোলন শুরু হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই'র ত্রিপুরা রাজ্য কমিটি'র সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।