ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত  শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ ও মন্ত্রী প্রাণজীৎ সিংহরায়। ছবি: বাংলানিউজ

আগরতলা: অপরাধ দমনের জন্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের নতুন সরকার

বৃহস্পতিবার (২৯ মার্চ) ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার বৈঠকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গঠনসহ মোট ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়।  

রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো হলো- ভারতের দিল্লী ও মুম্বাই পুলিশের মতো ত্রিপুরা পুলিশেও ক্রাই ব্রাঞ্চ গঠন করা, সর্ব শিক্ষায় নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা, অবৈধভাবে দখলকৃত সরকারী জমি উদ্ধার, গোটা এপ্রিল মাসকে বিদ্যুৎ স্বাশ্রয় মাস হিসেবে পালন করা এবং রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি বন্ধের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ।

 

মন্ত্রীসভার বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানান, ক্রাইম ব্রাঞ্চকে মজবুত করতে প্রয়োজনে দিল্লী ও মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রাণজীৎ সিংহরায়।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।