ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ-ছবি-বাংলানিউজ

আগরতলা: বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিধানসভায় বিধায়কদের শপথ বাক্য পাঠ করান অস্থায়ী স্পিকার রতন চক্রবর্তী।

প্রথমে ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন এক নম্বর সীমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, এরপর মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন লাল নাথ, নয় নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্য বিজেপি বিধায়করা শপথ বাক্য পাঠ করেন।  

বিজেপি বিধায়কদের পাশাপাশি এদিন বামফ্রন্ট বিধায়ক তথা সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্য বিধায়করাও শপথ নেন।

গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের বনমালীপুর আসন থেকে অংশ নিয়ে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার। তার নেতৃত্বে বিজেপি বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে। আর ভরাডুবি হয়েছে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম-এর।
 
গত ৩ মার্চ সেভেন সিস্টার্সের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। এরপর থেকেই দেশটির গণমাধ্যম বিপ্লব দেবকে ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রী উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করলেও বিজেপি আনুষ্ঠানিক ঘোষণা দেয় ৬ মার্চ।

গত ৯মার্চ দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে বিপ্লব কুমারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। আর উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য বিজেপির জ্যেষ্ঠ নেতা যিষ্ণু দেব বর্মণ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।