ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

রাত পর্যন্ত দীর্ঘ লাইন ত্রিপুরার ভোটকেন্দ্রে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
রাত পর্যন্ত দীর্ঘ লাইন ত্রিপুরার ভোটকেন্দ্রে ত্রিপুরায় রাত পর্যন্ত চলছে ভোটগ্রহণ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের নির্বাচন কমিশনের নিয়মানুসারে ত্রিপুরা রাজ্যের বিধানসভা ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৪টায়। কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকায় রাত পর্যন্ত চলে ভোটগ্রহণ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত রাত ৯টায় সংবাদ সম্মেলনে জানান, ভোট পড়েছে ৭৮ শতাংশ। ২০টি বিধানসভার ১০০ বেশি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

 

স্থানীয় সময় রাত ১০টার পরও কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের খবর পাওয়া যায়। তাছাড়া ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় এসব কেন্দ্রে।  

এভাবে উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য বি জে পি’র ত্রিপুরা রাজ্যের অবজারভার সুনীল দেওধর রাজ্যবাসীকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।