ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক শুরু শুরু হলো বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক, ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে এ কমিটির বৈঠক শুরু হয়।

দু’দিনের এ বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ জাতীয় ও বিভিন্ন রাজ্যের নেতারা।

বৈঠকের সূচনা লগ্নে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বৈঠকে ত্রিপুরা রাজ্য থেকে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, অবজারভার সুনীল দেওধর, সহসভাপতি সুবল ভৌমিক, সম্পাদিকা প্রতিমা ভৌমিক, তিন বিধায়ক সুদীপ রায়বর্মণ, আশিষ সাহা, দিবাচন্দ্র রাংখল, মিডিয়া সেলের নেতা অরুন কান্তি ভৌমিক সহ আরো অনেকে।

আগামী বছরের শুরুতে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় উত্তরপূর্ব ভারতের এ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই এই বৈঠকে ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতে নির্বাচনের বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিষয়টি অধিক গুরুত্ব পাবে কারণ দেশ থেকে বামফ্রন্ট হটানোর ডাক দিয়েছে বিজেপি।

বর্তমানে ত্রিপুরা রাজ্যই বামফ্রন্টের একমাত্র শক্তঘাঁটি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর  ২৫, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।