ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সাংবাদিক শান্তনু খুনের অভিযোগে গ্রেফতার তিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
সাংবাদিক শান্তনু খুনের অভিযোগে গ্রেফতার তিন শান্তনু হত্যায় গ্রেফতার এক সন্দেহভাজন

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করছে। এদের মধ্যে বিকাশ দেব্বর্মা ও সামর দেব্বর্মাকে গত ২১শে সেপ্টেম্বর শান্তনু খুনের দিন গ্রেফতার করা হয়।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শচীন দেব্বর্মা নামে অপর এক যুবককে গ্রেফতার করেছে। পশ্চিম জেলার অন্তর্গত মান্দাই থানার অধীন মানিকং পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার(২৪ সেপ্টেম্বর) তাকে আগরতলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।

সোমবার(২৫ সেপ্টেম্বর) বিশালগড়ের কেন্দ্রীয় কারাগারে তার টিআই প্যারেড হবে। তখন ঐদিন ঘটনার সময় উপস্থিত পুলিশ কর্মীসহ অন্যান্যরা চিহ্নিত করবেন অভিযুক্ত শচীন দেব্বর্মা উপস্থিত ছিলো কি না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান সরকার পক্ষের আইনজীবী উত্তম বন্দোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।