ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় মহিলা মোর্চার উদ্যোগে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
আগরতলায় মহিলা মোর্চার উদ্যোগে র‌্যালি মহিলা মোর্চার উদ্যোগে র‌্যালি-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চা র‌্যালির আয়োজন করে।  

রোববার (২০ আগস্ট) বিকেলে কৃষ্ণনগর এলাকার ত্রিপুরা প্রদেশ বিজেপি'র কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ র‌্যালিতে কয়েকশ’ নারী অংশ নেন।

পায়ে হেঁটে মিছিলের পাশাপাশি স্কুটি ও গাড়িতে করেও অনেকে অংশ নেন।

র‌্যালির শুরুতে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে আগস্ট মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসেই মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের বার্তা দেন। এ মাসেই দুশ’ বছরের ইংরেজ শাসনকে হটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad