ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

৮ ও ৯ সেপ্টেম্বর ত্রিপুরায় ‘নীরমহল জল উৎসব’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
৮ ও ৯ সেপ্টেম্বর ত্রিপুরায় ‘নীরমহল জল উৎসব’ ৮ ও ৯ সেপ্টেম্বর ত্রিপুরায় ‘নীরমহল জল উৎসব’, ছবি: বাংলানিউজ

আগরতলা: চলিত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর লেকের রাজঘাটে অনুষ্ঠিত হবে ‘নীরমহল জল উৎসব’।

এ উৎসবে প্রতিবছরের মতো এবারও রয়েছে জেলা ভিত্তিক মনসা মঙ্গল প্রতিযোগিতা, দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতা।

রুদ্রসাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর, মেলাঘর পুরপরিষদ এবং ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে সফল করে তোলার জন্য ইতোমধ্যে একটি বৈঠক করে কমিটি গঠন করা হয়েছে বলে বাংলানিউজকে জানান রুদ্র সাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতির সম্পাদক সত্যবান দাস।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।