ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

আইপিএফটির বিরুদ্ধে পাল্টা প্রচারে নামবে জিএমপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আইপিএফটির বিরুদ্ধে পাল্টা প্রচারে নামবে জিএমপি সংবাদ সম্মেলনে জিএমপি/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার আদিবাসীভিত্তিক দল আইপিএফটির তিপ্রাল্যান্ড রাজ্যের প্রচারের বিরুদ্ধে এবার মাঠে নামছে বামফ্রন্ট সমর্থিত আদিবাসীভিত্তিক সংগঠন 'ত্রিপুরা গণমুক্তি পরিষদ (জিএমপি)।

আইপিএফটিকে প্রতিরোধ করতে রোববার (২৩ জুলাই) জিএমপির কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে সন্ধ্যায় সংগঠনের তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সম্পাদক রাধাচরণ দেববর্মা জানান, আগামী ১৪ আগস্ট পর্যন্ত সংগঠনের তরফে রাজ্যের প্রতিটি মহকুমা ও অঞ্চল স্তরে প্রচার অভিযান চালাবে সংগঠন। আইপিএফটির মিথ্যাচার ত‍ুলে ধরা হবে, বিশেষ করে রাজ্যের আদিবাসীদের মধ্যে।

তিনি বলেন, বিজেপি সরকার দেশের আদিবাসী ও দলিত অংশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

রাজধানীর মেলারমাঠ এলাকার দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাধাচরণ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য সলিল দেববর্মা ও বিধায়ক ললিত দেববর্মা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।