ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় অধ্যাপকদের হেনস্থার প্রতিবাদে মৌন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ত্রিপুরায় অধ্যাপকদের হেনস্থার প্রতিবাদে মৌন মিছিল

আগরতলা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপকদের সম্প্রতি নিরাপত্তারক্ষী দিয়ে বিভিন্ন সময় মানসিক এমনকি শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ উঠে।
 
 

উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অধ্যাপকরা।  

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২১ জুলাই) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল করেন।

 

মিছিল শেষে অধ্যাপকরা জানান, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে তাদের প্রতিবাদ চলবে, যার পরিসর সামনের দিনে আরো বড় হবে।
 
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বই কেনা, ই-লাইব্রেরি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বড় ধরনের চুরির ঘটনা ঘটছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ শোনা যায়। আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর চুরির মাত্রা আরো বেড়েছে বলে অভিযোগ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।