ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

অবরোধ বিষয়ে কথা বললেন ত্রিপ‍ুরা মুখ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
অবরোধ বিষয়ে কথা বললেন ত্রিপ‍ুরা মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে ত্রিপ‍ুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার-ছবি-বাংলানিউজ

আগরতলা: দিল্লীতে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। ত্রিপুরা রাজ্যে অবরোধের বিষয়ে তাকে জানানো হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

রোববার (১৬ জুলাই) বিকেলে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরার জাতীয় সড়ক ও রেল অবরোধ সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে ত্রিপ‍ুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন।  

ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে গত সাতদিন ধরে ত্রিপুরার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ চলছে।

ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) এই অবরোধ প্রত্যাহার করার জন্য রাজ্য সরকারের তরফে আইপিএফটি দলের সঙ্গে বৈঠক কর‍া হয়। কিন্তু এই বৈঠকে আইপিএফটি’র পক্ষ থেকে বলা হয়, তাদের দুই প্রতিনিধি দিল্লীতে রয়েছেন। তারা অপেক্ষায় আছেন ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য। আলোচনা না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।