ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আগরতলা

অবরোধের সমাধানে আইপিএফটি-ত্রিপুরা সরকারের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
অবরোধের সমাধানে আইপিএফটি-ত্রিপুরা সরকারের বৈঠক

আগরতলা: ত্রিপুরার এডিসি এলাকা নিয়ে আলাদা তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে গত সাত দিন ধরে রাজ্যের একমাত্র জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে আইপিএফটি।

এর জেরে রাজ্যজুড়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা সমাধানে অবশেষে উদ্যোগী হলো রাজ্য সরকার।

রোববার (১৬ জুলাই) রাজ্য সরকারের তরফে আইপিএফটি দলের প্রতিনিধিদের আলোচনার টেবিলে ডাকা হয়।

মহাকরণের এক নম্বর কনফারেন্স হলে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি এন সি দেববর্মা, অনন্ত দেববর্মা ও যুব আইপিএফ টির এক নেতা।

অপরদিকে ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি সঞ্জিব রঞ্জন, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষী, পশ্চিম ও খোয়াই জেলার দুই জেলা শাসকসহ ত্রিপুরা সরকারের উচ্চ স্তরের কর্মকর্তারা। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

বৈঠক শেষে বেরিয়ে আসার সময় এন সি দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, ভারত সরকারের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।