ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: বাংলানিউজ

আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি’র ত্রিপুরা রাজ্য কমিটি সমাবেশ করেছে।

সোমবার (৬ মার্চ) রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন এবং রাজ্য সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করছে এ তথ্যও জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি’র কেন্দ্রীয় কমিটির নেত্রী রমা দাস প্রমুখ।

সকলের জন্য সমান কাজ ও সমান কাজে সমান মজুরি, নারী সংরক্ষণ বিল পাস, মনুবাদী ও পশ্চাদপদ মতাদর্শের বিরুদ্ধে এক হওয়ার দাবিতে আলোচনা করা হয় সমাবেশে। এ সময় বিভিন্ন এলাকা থেকে নারীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ০৬ , ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।