ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা জুড়ে চলছে লোক সংস্কৃতি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ত্রিপুরা জুড়ে চলছে লোক সংস্কৃতি উৎসব

আগরতলা: ত্রিপুরা সরক‍ারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে ‘লোক সংস্কৃতি’ উৎসব।

সোমবার (৯ জানুয়‍ারি) ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করের সূচনায় বিকেলে আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে পশ্চিম জেলা ভিত্তিক এ উৎসব অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠ‍ানে উপস্থিত ছিলেন- পশ্চিম জেলা পরিষদের সভাপতি দিলীপ দাস, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহ-সচিব দীনেশ দেবনাথ প্রমুখ।

এতে জেলার বিভিন্ন এলাকার শিল্পীরা অংশ নেন।

অপর দিকে, এদিন রাজ্যের উত্তর জেলার ধর্মনগরের যুবরাজ নগরে ব্লক ভিত্তিক ‘লোক সংস্কৃতিক’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সূচনা করেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ।

ত্রিপুরা সরকরের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে হচ্ছে এই উৎসব।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।