ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

অনলাইন লেনদেনে সুবিধার বিষয়ে আগরতলায় কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
অনলাইন লেনদেনে সুবিধার বিষয়ে আগরতলায় কর্মশালা

অনলাইনে লেনদেনের বিষয়ে দেশবাসীকে উৎসাহিত করছে ভারত সরকার। জনগণকে অবহিত করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে সরকার। 

আগরতলা: অনলাইনে লেনদেনের বিষয়ে দেশবাসীকে উৎসাহিত করছে ভারত সরকার। জনগণকে অবহিত করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে সরকার।

 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ ডিসেম্বর) আগরতলায় অনলাইনে লেনদেনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা সরকারের অর্থ দফতর ও ভারত সরকারের ডিবিটি মিশনের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে হয় কর্মশালাটি।

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দফতরের প্রধান সচিব জিএসজি আয়েঙ্গার ও ভারত সরকারের ডিবিটি মিশনের অধিকর্তা গি এস সেখাওয়াত।

তারা অনলাইনে বিনিময়ের সুবিধার বিষয়ে নান তথ্য তুলে ধরেন। এদিনের কর্মশালায় রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধীকারীকরাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।