ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এসআরআই পদ্ধতিতে ধান চাষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ত্রিপুরায় এসআরআই পদ্ধতিতে ধান চাষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ২০১৬-১৭অর্থ বছরে এক লাখ হেক্টর জমিতে ‘এসআরআই’ পদ্ধতিতে ধান চাষের পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরা কৃষি অধিদফতর।

এতে মোট পাঁচ লাখ এক হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

রাজ্যের দু’লাখ ৯২ হাজার ৩শ’ ১৮ জন কৃষকের ক্রেডিট কার্ড রয়েছে। তাদের সকলকেই কৃষি ঋণ দেওয়া হয়েছে।

এ পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে প্রতি হেক্টরে সাঁত হাজার ৫শ’ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া এ পদ্ধতিতে আরও অধিক জমিতে ধান চাষের উদ্যোগ রয়েছে বলে জানায় কৃষি অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।