ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারত

শারদ উৎসবের সময়ও বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
শারদ উৎসবের সময়ও বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

আগরতলা: শারদ উৎসবের দিনগুলোতেও ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ দফতরের মন্ত্রী মানিক দে।

ত্রিপুরা রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ২শ’ ৬০ মেগাওয়াট।

কিন্তু  দূর্গাপুজার সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। এবছর পুজার সময় চাহিদা আরও ৪০ মেগাওয়াট বৃদ্ধি পেয়ে ৩শ’ মেগাওয়াট হতে পারে।

তবে রাজ্যের আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেলেও এজন্য ত্রিপুরা থেকে বাংলাদেশে দৈনিক যে একশ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এতে কোনো হেরফের হবে না বলে সাংবাদিকদের জানান মানিক দে।

তিনি আরও জানান, বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম জাতীয় গ্রিডসহ প্রতিবেশী রাজ্য মেঘালয় ও মিজোরাম রাজ্য থেকে বিদ্যুৎ আমদানি করবে।   

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।