ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

পর্যটন

কলকাতায় তিন দিনব্যাপী ট্যুরিজম মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
কলকাতায় তিন দিনব্যাপী ট্যুরিজম মেলা শুরু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল

কলকাতায় শুরু হয়েছে ৩০তম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম (টিটিএফ) মেলা-২০১৮।  নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার (৬ জুলাই) সকালে পর্যটন মেলার উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এই মেলায় বাংলাদেশসহ ১৩টি দেশের ৪৩০ জন অংশ নিয়েছেন।  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

তার নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল মেলায় অংশ নিতে কলকাতায় গিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাহজাহান কামাল বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের এই সম্পর্ক ঐতিহাসিক। পশ্চিমবঙ্গের অনেক মানুষের পূর্বপুরুষ বাংলাদেশি। তাদের অনেকেই পুর্বপুরুষের ভিটা দেখতে চান। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে উভয় দেশ যোগাযোগ আরও মজবুত করতে অনেক উদ্যোগ হাতে নিয়েছে।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর পর্যটন মন্ত্রী বাংলাদেশ প্যাভেলিয়নের উদ্বোধন ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।