ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পর্যটন

মাসে ১৬ লাখ মোবাইল ফোন বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মাসে ১৬ লাখ মোবাইল ফোন বিক্রি সেমিনারের আলোচক ও অতিথিরা। ছবি: সুমন শেখ

ঢাকা: দেশে প্রতিমাসে ১৬ লাখ মোবাইল ফোন বিক্রি হচ্ছে, যার ৩০ শতাংশই স্মার্টফোন বলে জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রেজওয়ানুল হক জামি।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর অবকাশ হোটেলে ‘সাটেইনেবল ই-ট্যুরিজম ফর ফিউচার ডেভেলপমেন্ট: বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও দি বাংলাদেশ ট্রাভেল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

‘প্রতি মাসে যেখানে ১৬ লাখ মোবাইল ফোন বিক্রি হচ্ছে, সেখানে এদেশে ই-কমার্সের কতো বড় বাজার আছে, তা ভাবতে হবে’ বলে মন্তব্য করেন রেজওয়ানুল হক জামি।

তিনি বলেন, ‘বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে ১৩ কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। এর মধ্যে ইন্টারনেট গ্রাহক ৬ কোটি। সাধারণ গ্রামের একজন নারীর হাতেও মোবাইল ফোন আছে। নিঃসন্দেহে ই-কমার্সের বড় বাজার রয়েছে এদেশে’।

‘তবে ই-কমার্স খাতে সামনের দিকে এগিয়ে যেতে হলে উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে তথ্য শেয়ার করতে হবে। ই-কমার্সের ক্ষেত্রে অর্থায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। দেখা গেছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামের আগে ‘ই’ থাকলে ব্যাংকঋণ দেওয়া হয় না। সেসব দিকেও নজর দেওয়া জরুরি’ বলে মনে করছেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, ‘ডিজিটাল ই-সার্ভিস প্ল্যাটফর্ম গঠন করা হচ্ছে। এর মধ্যে হোটেল, এয়ারলাইন্সসহ সবকিছুর তথ্য থাকবে, যেন ভ্রমণপিপাসুদের সমস্যা না হয়। তবে কেউ যেন ভিজিট ভিসায় বাংলাদেশে এসে কাজ করতে না পারেন, সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতে হবে’।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক শহিদুল আলম ও দি বাংলাদেশ ট্রাভেলসের সম্পাদক জাহাঙ্গীর আলম শোভন সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।