ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

খেলা

ইজাজকে ইসিবির সতর্ক বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

লন্ডন: ইংল্যান্ডের খেলোয়াড়রা টাকার বিনিময়ে হেরেছে -পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব)’র প্রধান ইজাজ বাটের এমন মন্তব্যের জন্য তাকে ‘নি:শর্ত ক্ষমা’ চাওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বাটের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রথম পদক্ষেপ হিসেবে এই চিঠি পাঠিয়েছে ইসিবি ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।

বাট অভিযোগ করেছিলেন ওভালে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে মোটা অংকের টাকার বিনিময়ে ইচ্ছে করেই হেরেছে ইংলিশ ক্রিকেটাররা। ওই ম্যাচে ২৩ রানে জেতে পাকিস্তান।

ইংল্যান্ডের দলের নামে পাঠানো চিঠিতে বাটকে বলা হয়েছে, যদি তিনি সন্তোষজনক জবাব না দেন তবে আর কোনো সতর্কমুলক চিঠি ছাড়াই তার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা এগিয়ে নেবে ইসিবি। ”

ওভালের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড হারের পর বাট ইএসপিএন-ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে বলেন,“বাজিকরদের মধ্যে  জোরেই এমন আলোচনা হচ্ছে যে, ওই ম্যাচে হারের জন্য কিছু ইংলিশ ক্রিকেটার বিপুল অংকের টাকা নিয়েছেন। তাই এমন পরাজয়ে বিস্ময়ের কিছু নেই। ’

বাংলাদেশ সময়: ২১১৮ ঘন্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।