ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

শুক্রবার থেকে শুরু মহিলা হ্যান্ডবল লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

ঢাকা: ইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবল লিগ ২০১০ এর প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। প্রতিযোগিতায় প্রথমবারেরমতো অংশ নিচ্ছে ঘরোয়া ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষকাব আবাহনী।

ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বেস্ট লুব্রিকেন্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় নয়টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় ঢাকা মেরিনার ইয়াংস কাব খেলবে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের বিপক্ষে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ফেডারেশন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ৩ লাখ ৬০ হাজার টাকার বাজেটে মহিলাদের এই লিগের আয়োজন করা হয়েছে। এর মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান দেবে তিন লাখ টাকা। বাকি টাকা ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করা হবে। ”

আবাহনীকে লিগে সম্পৃক্ত করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন,‘‘ আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিলো বড় কাবগুলোকে হ্যান্ডবলে টেনে আনা। আবাহনীকে আনতে সফল হয়েছি আমরা। ”

শুক্রবার বিকেল চারটায় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সুনীল কুমার দেসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘন্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।