ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানের সফর নিশ্চিত করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
পাকিস্তানের সফর নিশ্চিত করলো নিউজিল্যান্ড

ওয়েলিংটন: এ বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।



তবে সাম্প্রতিক দুর্নীতি বিতর্কে দারুন ভাবে সমালোচিত পাক দলকে কীভাবে নেবে দেশের জনগণ এ নিয়েও চিন্তিত তারা।

এদিকে পাকিস্তানের সফরকে বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ অথবা শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ভাবছেন নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান। বৃটিশ প্রত্রিকায় প্রকাশিত এমন খবর নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাহী জাস্টিন ভন।

ভন বলেন,“পাকিস্তানের সফরটি আইসিসির ভবিষ্যত সফর সূচির (ফিউচার ট্যুরস প্রোগাম) আওতাধীন। তাই পরিকল্পনা অনুযায়ি সবকিছু এগোবে। ”

নিউজিল্যান্ড হেরাল্ডের সঙ্গে আলাপকালে ভন বলেন,“ভবিষ্যত সফর সূচি যেভাবে সাজানো আমরা তা পরিবর্তন করতে পারি না। অন্য কাউকে চাই এমনটা বলার কোন সুযোগ নেই। ”

ডিসেম্বরের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারির পর্যন্ত অনুষ্ঠেয় এ সফরে ১১ টি ম্যাচ খেলবে উভয় দল।

তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত এমন একটি দেশের বিপক্ষে খেলা আদৌও কি উপভোগ করবে নিউজিল্যান্ড সমর্থকরা? বিষয়টি ভাবিয়ে তুলছে তাকে- স্বীকার করেছেন ভন। বলেছেন, পাকিস্তান দলের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি চিন্তিত।

তবে ভন আশার আলো দেখছেন গবেষণার রিপোর্টে। গবেষণার ফল বলছে প্রতিপক্ষ যেই হোক, নিজের দেশের খেলাই প্রধান আগ্রহের বিষয় নিউজিল্যান্ডের জনগনের কাছে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, সেপ্টেম্বর ২২, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।