ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হকির “হল অব ফেমে” দুই নারী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ২৩, ২০১০

টরেন্টো: আইস হকির হল অব ফেমে এই প্রথম নাম লেখালেন দুই নারী। কাম্মি গ্রানাটো ও আঞ্জেলা জেমসকে দেওয়া হয়েছে এই সম্মাননা।

১৮ সদস্যের কমিটি মঙ্গলবার ভোটাভুটিতে তাঁদের মনোনীত করে।

ঐতিহ্য অনুযায়ী এ বছর নভেম্বরে খেলোয়াড় ক্যাটাগরিতে তাঁদের অভিষেক হবে হল অব ফেমে’র আঙ্গিনায়।

যুক্তরাষ্ট্রের সাবেক আইস হকি খেলোয়াড় গ্রানাটো দেশের হয়ে খেলছেন ১৫ বছর। এছাড়া ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বেই অলিম্পিকে সোনা জেতে যুক্তরাষ্ট্র। হল অব ফেমে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন,“একটা বাধা ছিলো, এই স্বীকৃতির মাধ্যমে অনেক দূর যাওয়ার পথ প্রশস্ত হলো। ”

আঞ্জেলা বলেন,“আমার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেক নারী খেলোয়ায়কে (হকি) সম্মান জানালো তারা। ” কানাডার চারবারের বিশ্বসেরা হওয়ার পেছনে তাঁর অবদান ছিলো অসামান্য।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৩০ ঘ. ২৩ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।