ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

করোনামুক্ত হলেন নাফিস ইকবাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জুলাই ২, ২০২০
করোনামুক্ত হলেন নাফিস ইকবাল পরিবারের সঙ্গে নাফিস ইকবাল

করোনা ভাইরাস থেকে পরোপুরি সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবার। গত ১৩ জুন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন নাফিস, তার মা, দুই সন্তান ও গৃহকর্মী। 

টাইগার ওপেনর তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল নিজেই করোনা মুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্তের পর বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হয়েছেন পরিবারের সবাই।

 

এর আগে করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনিও বর্তমানে সুস্থ আছেন। তবে করোনা থেকে মু্ক্ত হয়েছেন কিনা সেটা জানা যায়নি। আবারও পরীক্ষার পর তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।