ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কলকাতায় খেলতে আসছেন পেলে, কাফুরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২
কলকাতায় খেলতে আসছেন পেলে, কাফুরা

কলকাতা : নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি। এ উপলক্ষে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রর্দশনী ম্যাচে অংশ নিতে আসছেন ফুটবল সম্রাট পেলে, কাফু, রর্বাতো কার্লোস, ডেলিনসদের মতো তারকারা।



এই প্রর্দশনী ম্যাচটি সুপারস্টার একাদশের সাথে খেলবে ভারতের ড্রিম একাদশ। সুপারস্টার দলটির নেতৃত্ব দেবেন কাফু। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিংয়া।

জেপিআর ইভেন্ট নামে একটি সংস্থা এই ম্যাচের আয়োজক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি সরাসরি নেপ‍াল থেকে সকালে কলকাতায় আসবেন পেলেসহ পুরো দলটি। ২২ জানুয়ারি স্কুলের ছাত্রদের তারা একটি ক্লিনিকে সময় দেবেন। তবে মাঠে নামার আগে তারা কোনো অনুশীলনে অংশ নেবেন না।

এই দলটির সাথে রোনাল্ডোর আসার কথা থাকলেও তার ডেঙ্গু হওয়ায় তা অনিশ্চিত বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

উল্লেখ্য, পেলে দ্বিতীয়বারের জন্য কলকাতায় আসছেন। ১৯৭৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কসমস দলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেনে একটি প্রর্দশনী ম্যাচ তিনি খেলেছিলেন।

বাংলাদেশ সময় : ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।