ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

সিরিজ শেষ প্যাটিনসনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২
সিরিজ শেষ প্যাটিনসনের

সিডনি: তরুণ পেসার জেমস প্যাটিনসনের বলে নাস্তানাবুদ হওয়া ভারতীয় ব্যাটম্যানসরা আপাতত স্বস্তি পেতে পারেন। কারণ চোটের জন্য টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই বোলার।



দ্বিতীয় টেস্টে পায়ের ব্যথা নিয়েই বল হাতে মাঠে নেমেছেন প্যাটিনসন। শিকার করেছেন পাঁচ উইকেট। প্রথম ইনিংসে তার মারাত্মক বোলিংয়ের জন্যই সুবিধা করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

সিডনি টেস্টে জয়ের পর চিকিৎসকের শরণাপন্ন হন প্যাটিনসন। পরীক্ষা-নিরীক্ষা শেষে দলের ফিজিও অ্যালেক্স কনট্যুরিস বলেন,‘প্যাটিনসনের বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে। এজন্য কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। তাই সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না প্যাটিনসন। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অভিষেকের পর চার টেস্টে এরইমধ্যে ২৫ উইকেট পেয়েছেন গ্লেন ম্যাকগ্রার উত্তরসূরি। প্যাটিনসনের পরিবর্তে বোলিং আক্রমণে দেখা যেতে পারে রায়ান হ্যারিসকে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।