ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

হা-ডু-ডুতে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২
হা-ডু-ডুতে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ: দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তার জন্য আয়োজিত হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা দল। তারা পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে।



শুক্রবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা ২৪-১৩ পয়েন্টে হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে।

কিশোরগঞ্জ জেলা দলের অধিনায়ক মোঃ শাহজাহান খানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলের অধিনায়ক রফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি শাহাবুদ্দিন আনোয়ার। দুই দল দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক।

জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দি ডিস অ্যাবল্ড সার্ভিসেসের উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি শাহাবুদ্দিন আনোয়ার, যুগ্ম মহা-সচিব জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল আলম বাদল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।