ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

দ্বিতীয় রাউন্ডে খিলগাঁ হাই স্কুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

ঢাকা: জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ঢাকা মহানগরী অঞ্চলের তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে খিলগাঁও হাই স্কুল।

বৃহস্পতিবার নিজেদের মাঠে খিলগাঁও হাইস্কুল ৬-২ গোলে হারায় অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে।

বিজয়ীদের পক্ষে আল-আমিন (২টি), আল-আমিন জুনিয়র, আবিদুর, রুবেল ও রাফি এবং অক্সফোর্ডের পক্ষে দুটি গোল করে ব্যবধান কমান রুবেল।

এর আগে সেমিফাইনালে খিলগাঁও হাই স্কুল ৭-০ তে মুগদাপাড়া কাজী জাফর আহমেদ হাই স্কুলকে ও অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২-০ গোলে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে উঠে।

গ্রুপ পর্বে খিলগাঁও হাই স্কুল ৫-০ তে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজকে, মুগদাপাড়া কাজী জাফর আহমেদ হাই স্কুল ৪-০ গোলে সান সাইন প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলকে, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ ৪-০ ব্যবধানে শহীদ জিয়া বাসাবো হাই স্কুলকে ও অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ টাইব্রেকারে ১০-৯ গোলে খিলগাঁও মডেল হাই স্কুলকে হারায়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।