ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফের অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
ফের অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই আফ্রিদির

মেলবোর্ন: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবেই দায়িত্ব পালন করতে চান সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পুনরায় নেতার হওয়ার ইচ্ছা নেই তার।

বলেছেন, ‘আর অধিনায়কত্ব নয়’।

জিও নিউজকে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,‘দলের সদস্য হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি। আর কখনো অধিনায়কের দায়িত্বও নিতে চাই না। নিজের বর্তমান মর্যাদা নিয়েই খুশি আমি। ’

বিশ্বকাপের পর কোচ ও বোর্ডের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ওয়ানডেতে থেকে অবসরের ঘোষণা দেন আগেই টেস্টকে বিদায় বলে দেওয়া আফ্রিদি। কিন্তু পিসিবির নতুন সভাপতি হিসেবে জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পরই অবরস ভেঙ্গে জাতীয় দলে ফেরেন আফ্রিদি।

বর্তমানে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে খেলার জন্য অস্ট্রেলিয়ানায় রয়েছেন এই অলরাউন্ডার। মেলর্বোন রেনিগাডসের জার্সি গায়ে প্রতিযোগিতায় খেলছেন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।